সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে সহস্রাধিক তালবীজ রোপন

স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও সচেতনতার লক্ষে সড়কের পাশে সহস্রাধিক তালবীজ রোপন করা হয়েছে। শুক্রবার পবার আন্ধারকোঠা কাথলিক মিশনের অধিনস্ত মধুমাঠে সাওতাল সম্প্রদায়ের সদস্যরা রাস্তার দুপাশে এক হাজার দুইশত তালের বীজ রোপন করেন।
রাজশাহী কাথলিক ডাইয়োসিসের শান্তি মিশনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় তালবীজ রোপনকালে রাজশাহী কাথলিক ডাইয়োসিসের ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া, ওয়ার্ল্ড ভিশন, গোদাগাড়ির এরিয়া ম্যানেজার প্রেরণা চিসিম উপস্থিত ছিলেন।
প্রেরণা চিসিম বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটছে। তালগাছের প্রয়োজনীয়তা অপরিসীম। তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। কারণ, তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তালগাছের পাশাপাশি নারকেলগাছ, সুপারিগাছের মতো উচ্চতা সম্পন্ন গাছ বজ্রপাত নিরোধে বেশ কার্যকরী। তাই বেশী বেশী তালগাছ লাগাতে হবে। বীজ রোপন শেষে সচেতনতা শোভাযাত্রা বের করা হয়।


প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩ | সময়: ৪:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ