সর্বশেষ সংবাদ :

জন্মদিনে পুত্র সন্তানের বাবা হলেন শান্ত

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো বাবা হওয়ার অনুভূতি পেলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। তাও আবার নিজের জন্মদিনে। আজ শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে তার স্ত্রী সাবরিন সুলতানা রত্নার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক ছেলে সন্তান।
পুত্র সন্তান হওয়ার খবরটা নিশ্চিত করেছেন শান্ত নিজেই। বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্ত লিখেন, ‘আজ (২৫ আগস্ট, ২০২৩) সকালে আমি একটি পুত্র সন্তান পেয়েছি। আলহামদুলিল্লাহ।’ শান্ত জানিয়েছেন, স্ত্রী ও সন্তান দুজনেই ভালো আছেন। সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে এই ক্রিকেটার আরও লিখেন, ‘মা ও শিশু দুজনেই ভালো আছেন। আপনারা আমার পরিবারকে প্রার্থনায় রাখবেন।’
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০২০ সালের ১১ জুলাই বান্ধবী সাবরিন সুলতানা রত্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শান্ত। অবশেষে বিয়ের তিন বছরের মাথায় আরেক আনন্দের উপলক্ষ্য এলো এই ক্রিকেটারের জীবনে।


প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩ | সময়: ৪:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ