সর্বশেষ সংবাদ :

রাণীনগরে গাঁজাসহ যুবক গ্রেফতার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ আব্দুল্লাহ আল মামুন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার মামুন উপজেলার একডালা উত্তরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মাদক বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার মনোহরপুর মাদারতলি ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় মামুনকে আটক করে তার দেহ তল্লাশী করে একশত গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে।


প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩ | সময়: ৫:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ