সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে আকস্মিক অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে মায়া ও রাখী নামের দুটি বেকারির ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে ক্ষেতলাল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার- নুসরাত জাহান বন্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় তার সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা উপস্থিত ছিলেন।