রাজশাহীতে ফুটবল রেফারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ফুটবল রেফারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনে শেখ জামাল ক্রীড়া চক্রের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
শেখ জামাল ক্রীড়া চক্রের সভাপতি ফয়সাল রহমান রাসেল ও সাধারণ সম্পাদক সুমন আলী স্বাক্ষরিত অভিযোগ থেকে জানা গেছে, বৃহস্পতিবার শেখ জামাল ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন রেজা ও সহকারি রেফারীর দায়িত্বে ছিলেন মিলন, ছোট রফিক এবং হাফিজ ও ম্যাচ কমিশনারের ছিলেন আক্তার হোসেন। শেখ জামাল ক্রীড়া চক্রের অভিযোগ মাঠে রেফারীদ্বয়ের যোগসাজসে তাদের দলকে হারানো হয়। তারা অভিযোগে উল্লেখ করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মো. টিয়া খাঁন রেফারী এসোসিয়েশনের সদস্য বলে ইচ্ছাকৃত অবৈধভাবে শেখ রাসেল ক্রীড়া চক্রকে বিজয়ী করেছে। সুষ্ঠু তদন্ত করলে বিষয়টি পরিস্কার হবে।


প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩ | সময়: ৫:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ