সর্বশেষ সংবাদ :

মুন্ডুমালায় আরসিসি রাস্তার উদ্ধোধন করলেন মেয়র

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর মুন্ডুমালা পৌরসভার এলাকায় আরসিসি রাস্ত্রা উদ্ধোধন করা হয়েছে। বুধবার বিকালে পৌরসভার ৬ নং ওয়ার্ডের তালুকপাড়া গ্রামের মোড় হতে দারুসালাম মাদরাসা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার আরসিসি রাস্তার এ এলাকার বয়স্ক ব্যাক্তি এবং মাদরাসার এতিম শিশুদের সঙ্গে নিয়ে উদ্ধোধন করেন মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান।
এ সময় ছিলেন প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর, মিজানুর রহমান বুলবুল পৌর প্রকৌশলী নাজমুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা।
পৌর মেয়র সাইদুর রহমান জানান, ইটের ছলিং রাস্তা টিকসই হচ্ছে না। তাই পৌর এলাকায় সকল রাস্তাকে আরসিসি রাস্তার আওতাই আনতে ইতেমধ্যে কাজ শুরু হয়েছে। পৌর এলাকায় অনেক উন্নয়ন মুলক কাজ চলমান রয়েছে।


প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩ | সময়: ৪:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ