সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মন্নুজান হলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগস্ট)মন্নুজান হলে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে শাহীন আকতার রেণীকে হীরক জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। ঐতিহ্যবাহী এই প্রাচীন হলটির হীরক জয়ন্তী অনুষ্ঠানে উদযাপনের লক্ষ্যে প্রাক্তনীদের মধ্যে স্বতঃস্ফূর্ত আগ্রহী ও উদ্দীপনা দেখা যায়।
স্বশরীরে ও অনলাইনে অনুুষ্ঠিত এই সভায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আহ্বায়ক শাহীন আকতার রেণী হীরক জয়ন্তী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সকল প্রাক্তনীকে রেজিস্ট্রেশন করার এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার উদাত্ত্ব আহ্বান জানান। সভায় বিভিন্ন কমিটি ও সাব কমিটি বিষয়ে সকলের সাথে আলোচনার মাদ্যমে গঠন করার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সানশাইন/সোহরাব