শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাবলু হক(৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২২ আগস্ট) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া-উনিশবিঘী সীমান্তে এ ঘটনা ঘটে।
তবে বিএসএফের গুলিতে মারা গেছে কিনা বিজিবি নিশ্চিত করতে পারেনি।
নিহত বাবলু হক জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন বাবুপুর মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
শাহবাজপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, দুপুরের দিকে জানতে পারি বিএসএফের গুলিতে একজন মারা গেছে। তার নাম বাবলু। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। পরে বিএসএফরদ তার মরদেহ নিয়ে চলে গেছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন,’চাকপাড়া সীমান্তে এলাকায় কোন ঘটনা ঘটেনি। তবে ভারত সীমান্তে একটি মরদহ উদ্ধার করেছে বিএসএফ। তার পরিচয় এখনো আমরা নিশ্চিত হতে পারিনি’।
সানশাইন/সোহরাব