সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: হাম্বানটোটায় সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমতো ধুঁকলেন পাকিস্তানি ব্যাটাররা। মুজিব উর রহমান, রশিদ খানদের তোপের মুখে পড়ে ৪৭.১ ওভারে ২০১ রানেই গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংস।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। ৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন ফাখর জামান (২) আর বাবর আজম (০)। ওপেনার ইমাম উল হক একটা প্রান্ত ধরে রাখলেও, অপরপ্রান্তে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল থামেনি। ১১২ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। মাঝে মোহাম্মদ রিজওয়ান ২১ আর ইফতিখার আহমেদ করেন ৩০ রান। এরপর ইমাম উল হকও ৬১ করে ফিরলে লড়াকু পুঁজি পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায় পাকিস্তানের।
তারপরও যে পাকিস্তান ২০০ পার করেছে, তার পেছনে বড় অবদান শাদাব খানের। ৩৯ করে রানআউট হন এই অলরাউন্ডার। আফগানিস্তানের মুজিব ৩৩ রানে ৩টি, মোহাম্মদ নবি আর রশিদ খান নেন দুটি করে উইকেট।