রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
বদলগাছী প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম (দবির) ও সাধারণ সম্পাদক আবু জর গিফারী নির্বাচিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে বদলগাছী প্রেসক্লাব কার্যালয়ে এই নতুন কমিটি গঠিত হয়।
সাবেক সভাপতি আবু সাঈদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে শহিদুল ইসলাম (দবির) সভাপতি নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে আবু জর গিফারী নির্বাচিত হয়। যুগ্ম সম্পাদক খালিদ হোসেন মিলু, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, কোষাধ্যক্ষ মো. শাকিল হোসেন, আইসিটি সম্পাদক আরমান হোসেন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান’সহ ১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
সানশাইন/সোহরাব