শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ছোট যমুনা নদী থেকে সুফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে লস্করপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সুলতানপুর জেলেপাড়া এলাকার মোজাফরের স্ত্রী।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়রা ছোট যমুনা নদীর লস্করপুর এলাকায় একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ওসি আর জানান, ওই বৃদ্ধা মৃগি রোগী ছিলেন। ধারনা করা হচ্ছে কোন এক সময় তিনি নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।