শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার, চারঘাট: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত চারঘাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৃতীয় তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশল অীধদপ্তর চারঘাটের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার, পৌর মেয়র একরামুল হক, সারদা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস।