মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
পত্নীতলা প্রতিনিধি:
পত্নীতলায় নজিপুর বাজুস’এর দ্বি-বার্ষিক নির্বাচনে রণজিৎ-উওম প্যানেল বিজয়ী হয়েছে। শুক্রবার দিনভর নির্বাচনের পর রাতে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করেন। উক্ত দ্বি-বার্ষিক নির্বাচনে এগারো সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে রমেশ কম্মকারকে পরাজিত করে রনজিৎ কুমার দত্ত ও সাধারণ সম্পাদক পদে ময়নুল ইসলাম পলাশকে পরাজিত করে উওম কুমার মহন্ত বিজয়ী হন।
অনান্য বিজয়ীরা হলেন সহ- সভাপতি পদে নিত্য গোপাল দাস, সহ- সাধারণ সম্পাদক পদে বিপ্লব কুমার দাস, কোষাধক্ষ পদে সুভাষ চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান ও সদস্য পদে বিতেশ কুমার সাহা, বিতেশ শীমনি, মোঃ হান্নান, বিলাস চন্দ্র দাস, মোঃ আব্দুল করিম। উক্ত নির্বাচনে সর্বমোট ১০২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানাগেছে।
সানশাইন/সোহরাব