মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
নিয়ামতপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে একযোগে উচ্চ মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। এবারে এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ২২৭ জন। উপজেলায় মোট ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়ামতপুর উপজেলায় এইচএসসিতে ২টি কেন্দ্রে মোট ১ হাজার ২২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। কেন্দ্র-এ নিয়ামতপুর সরকারী কলেজ কেন্দ্রে ৫৫৪ জন, এর মধ্যে ছাত্র ২৯৯ জন এবং ছাত্রী ২৫৫ জন, কেন্দ্র-বি বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৭৩ জন, এর মধ্যে ছাত্র ৪১৯ জন, ছাত্রী ২৫৪ জন।
উপজেলার প্রত্যেক কেন্দ্র ঘুরে এবং প্রত্যেক কেন্দ্র সচিব কেন্দ্র-১ নিয়ামতপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, কেন্দ্র-২ এর বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, পরীক্ষার প্রথম দিন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিম উল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।