বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে রোগি কল্যাণ সমিতির ১৩তম সভা বৃহস্পতিবার বেলা ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগি কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এফ.এম শামীম আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রোগি কল্যাণ সমিতির আজীবন সদস্য সমাজসেবী শাহিন আকতার রেনী, রোগি কল্যাণ সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার বি.কে দাম ও হাসিনা মমতাজ। এছাড়াও অত্র সমিতির অন্যান্য সদস্য এবং আজীবন সদস্যগণ উপস্থিত ছিলেন।
রোগি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ড. হামিদুল ইসলাম অত্র সমিতির বিগত দিনের আয় ব্যায়ের হিসাব প্রদানসহ সমিতির বর্তমান সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, এই সমিতির বয়স দেখতে দেখতে অনেকদিন হয়ে গেছে। তবে নিয়মিত সভা না হওয়ায় সমিতির কার্যক্রম অনেকটা ধীরগতি ছিলো। তিনি আরো বলেন, এই সমিতির মাধ্যমে অনেক দরিদ্র ও অসহায় রোগিদের চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু যে বাজেট প্রদান করা হয় তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এই সেবা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে হলে বাৎসরিক এককোটি টাকার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে আজীবন সদস্য হওয়ার জন্য অনান্য ব্যক্তিদের অনুরোধ করেন হামিদুল ইসলাম।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এই রোগি কল্যাণ সমিতি সর্বদা মানুষের কল্যাণে কাজ করছে। বিশেষ করে হামিদুল ইসলাম এখানে আসার পরে সমিতির গতি বৃদ্ধি পেয়েছে। এই ধারা অব্যাহত রাখতে আজীবন সদস্যদের বছরে নুন্যতম এক হাজার টাকা করে প্রদান করার আহ্বান জানান। সেইসাথে অফিস বড় আকারে প্রদানের জন্য সমিতির সভাপতিকে অনুরোধ করেন।
সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এফ.এম শামীম আহাম্মদ বলেন, এই সমিতির গতিশীলতা শুরু হলো। এটা ধরে রাখা হবে। এই সমিতি নির্বিঘ্নে পরিচালনা করতে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি। সেইসাথে আরো নতুন আজীব সদস্য সংগ্রহ করার জন্য পরামর্শ দেন তিনি। উপস্থিত অতিথিবৃন্দ সভায় একটি স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন।
সানশাইন / শামি