মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
বদলগাছী প্রতিনিধি :
রাজশাহী রেঞ্জের জুলাই মাসের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন নওগাঁর বদলগাছী থানার মেহেদী হাসান। উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পান। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান বিপিএম (বার),পিপিএম (বার) এর কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। এর আগে ১৪ আগস্ট নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক তাকে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে পুরস্কৃত করেন।
এ বিষয়ে এসআই মেহেদী হাসান বলেন, আমি খুবই আনন্দিত। এটা আমার অনেক বড় একটি প্রাপ্তি। এই প্রাপ্তি আমাকে ভবিষ্যতে আরো ভালো কাজ করতে উৎসাহ যোগাবে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান স্যার আমাকে সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা আমার এই পুরস্কার প্রাপ্তিতে বিশেষ সহায়ক হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, এসআই মেহেদী খুব ভদ্র ও বিনয়ী একজন অফিসার। তিনি তার কাজের প্রতি খুবই যত্নশীল এবং নিবেদিত। পুরস্কারটি তার প্রাপ্য ছিল।
সানশাইন/ শামি