সর্বশেষ সংবাদ :

পবায় আওয়ামী লীগ নেতা আসাদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের হাট রামচন্দ্রপুর বাজারে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বুধবার বিকেলে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে তিনি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
এসময় আসাদুজ্জামান বর্তমান সরকারের বিণ্নি উন্নয়ন কর্মকাণ্ড ও দেশ এগিয়ে যাবার চিত্র মানুষের সামনে তুলে ধরেন। সেই সাথে দলীয় নেতা কর্মীদের উদ্দেশে আসাদ বলেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। বদলে যাওয়া চিত্র মানুষকে নতুন করে জানাতে হবে।
এসময় আসাদের সাথে রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ, পারিলা ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল বারী ভুলু, পারিলা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাহিমা, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল হোসেন, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, কাটাখালি পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন, আওয়ামী লীগের সভাপতি দিলবর আলী, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম কালু, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বজলুর রহমানসহ নওহাটা ছাত্রলীগের সভাপতি তানভীর ও সাধারণ সম্পাদক রুমেল সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩ | সময়: ৫:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর