বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় পৃথক ঘটনায় মঙ্গলবার রাতে কলিগ্রাম এলাকায় ২০ বোতল ফেন্সিডিল সহ নিজ বাড়ী থেকে চান্দের আলী নামে এক যুবককে আটক করে পুলিশ।
অপরদিকে বুধবার দুপুরে উপজেলার চন্ডিপুর থেকে আড়ানী নুরনগর গ্রামের জনৈক আমিরুল ইসলামকে মারপিটের মামলায় আটক করে একই গ্রামের আশিক রানা, মানিক ও জুয়েল রানাকে। আটককৃত এই তিনজনও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে উল্লেখ করেন স্থানীয় একাধিক ব্যাক্তি।
বাঘা থানা পুলিশ জানায়, আসামী আড়ানী নুরনগরের আশিক রানা (২৮), মানিক (২৪), জুয়েল (২৫) গত এক সপ্তাহ পূর্বে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের আমিরুল ইসলামকে মারপিট করে আহত করে। এ ঘটনায় তাদের নামে মামলায় হয়। এ কারণে বুধবার দুপুরে তাদের আটক করা হয়।
এর আগের দিন রাত ৯ টার সময় বাঘা থানা পুলিশ উপজেলার কলিগ্রাম কাজিপাড়া এলাকার চান্দের আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে ২০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। এই সংক্রান্তে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে আড়ানী পৌর মেয়র মুক্তর আলী সহ স্থানীয় নুরনগর গ্রামের একধিক ব্যাক্তি জানান, আটককৃত নুরনগর গ্রামের তিনজন সহ ১১ জনের একটি সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের হোতা আশিক। এরা ১১ জন মিলে আড়ানী রেল স্টেশান এলাকায় মাদকের ব্যবসা করা সহ নানা অনৈতিক কর্মকন্ডের সাথে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। এরমধ্যে আশিক রানার নামে থানায় মাদক সহ একাধিক মারামারি মামলা রয়েছে।