রাজশাহীতে পেঁয়াজভর্তি ট্রাক উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পেঁয়াজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম দুরুল হুদা (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার জাহাঙ্গীরপাড়া এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দর থেকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। পথে মঙ্গলবার ভোরে কাশিয়াডাঙ্গা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন আরও একজন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩ | সময়: ৫:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর