শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ছোট ভাইয়ের সঙ্গে খেলা নিয়ে ঝগড়ার পর অভিমানে সুমাইয়া খাতুন (১১) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া খাতুন ওই গ্রামের আজিরুল ইসলামের মেয়ে। সে কাটাশকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, দুপুরে সুমাইয়া খাতুন ও তার ছোট ভাই হৃদয় (৭) বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এতে অভিমানে সুমাইয়া নিজ শোবার ঘরের তীরের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস নেয়। পরে স্বজনরা বুঝতে পেরে দরজা ভেঙ্গে তাকে মুমূষু অবস্থায় উদ্ধার করে বেসরকারি বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই সে মারা যায়।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।