রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) টাইগার ভক্ত-সমর্থকদের জন্য দারুণ উপভোগ্য এক ম্যাচ। এক ম্যাচেই খেলছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। কলম্বো স্টাইকার্সে আজ অভিষেক হয়েছে শরিফুল ইসলামের। গলে টাইটান্সে শুরুর দিক থেকেই খেলছেন সাকিব আল হাসান, আজ যোগ দিয়েছেন লিটন দাস।
প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে শরিফুলদের দল কলম্বো স্টাইকার্সকে ব্যাটিংয়ে পাঠান গল অধিনায়ক দাসুন শানাকা। সাকিব-শামসিদের তোপে ১৫.৪ ওভারে ৭৪ রানেই গুটিয়ে গেছে কলম্বোর ইনিংস। পাথুম নিশাঙ্কা (২), বাবর আজম (৬), মোহাম্মদ নওয়াজ (১১), ইফতিখার আহমেদ (৫), চামিকা করুনারত্নে (২)-কেউই দাঁড়াতে পারেননি। কলম্বোর কোনো ব্যাটার ছুঁতে পারেননি বিশের ঘর।
১১ রানে শেষ ৫ উইকেট হারায় কলম্বো। ইফতিখার আহমেদকে বোল্ড করে শেষ উইকেটটি নেন সাকিব আল হাসান। ৩.৪ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে সাকিব নেন একটি উইকেট। তবে কলম্বোর ইনিংসে ধ্বংসযজ্ঞ চালানোর মূল কারিগর তাবরেজ শামসি। ২০ রানে ৪টি উইকেট নেন এই লেগি। ১৪ রানে ৩ উইকেট শিকার সিকুজে প্রসন্নর।