কামারুজ্জামান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ তারেক রহমান

স্টাফ রিপোর্টার:

 

শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৩ এর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহ্ফিল রবিবার সকালে (১৩ আগস্ট ) কলেজ চত্বরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

 

হুমায়ুন কবিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল খালেক শান্ত, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ আতিকুজ্জামান,সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ মকবুল হোসেন ।

 

 

এসময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং সফলতা কামনা করেন। আলোচনা সভা শেষে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ড. মোঃ ইউসুফ আলী।

 

 

উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারি ও এইচএসসি পরীক্ষা-২০২৩ এর পরীক্ষার্থীবৃন্দসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩ | সময়: ১১:০৩ অপরাহ্ণ | Daily Sunshine