রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সায়েম আলী (২০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। সোমবার (১৪ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সায়েম আলী শিবগঞ্জে নতুন উনিশবিঘী গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ মামলায় একজনকে খালাস দিয়েছেন আদালত। খালাস প্রাপ্ত হলেন শিবগঞ্জের চাঁদপুর হাজারবিঘী গ্রামের মেশের আলীর ছেলে শাহরিয়ার কামাল ওরফে ডালিম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৮ ডিসেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামো চাকপাড়া এলাকায় হলুদের ক্ষেতের মধ্যে অভিযান চালায় ৫৯ বিজিবি। এ সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও ২ কেজি ৮শ ৫২ গ্রাম হেরোইনসহ সায়েম আলীকে আটক করা হয়।
এ ঘটনার পরে দিন ৫৯/ ডি কোম্পানী চকপাড়া বিওপির নায়েব সুবেদার রেনু মিয়া বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মোঃ নুরুন্নবী তদন্ত শেষে ২০২১ সালের ২৮ জানুয়ারি ২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।
সানশাইন/সোহরাব