বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন শেষে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ আগষ্ট) বিকেলে চারঘাট-বাঘার সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ছোটভাই সাইফুল ইসলাম বাদল প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এ কর্মসুচী বাস্তবায়ন করেন। এ কর্মসুচীর আয়োজন করেন একটি বেসরকারি সংস্থা ভ্যারাসিটি সিডলিং কো-অপারেটিভ সোসাইটি।
বিকেল ৫ টায় বাঘা রহমোতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভ্যারাসিটি সিডলিং কো-অপারেটিভ সোসাইটি পরিচালক ড: আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ছোটভাই সাইফুল ইসলাম বাদল বলেন, বৃক্ষ আমাদের ছাঁয়াদেয়, বৃক্ষ আমাদের জীবন বাঁচায়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু মোকাবেলায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নাই।
তিনি জামাত-বিএনপির উদ্দেশ্যে বলেন, তাদের সময় কালে বাংলাদেশ দুর্ণীতিতে তৃতীয় স্থান অর্জন করেছিল। বর্তমানে খালেদা জিয়ার সন্তান তারেক জিয়া অর্থ আত্নসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামী হয়ে দেশের বাইংরে পালিয়ে আছে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট আমরা জাতির পিতাকে হারিয়ে রাষ্ট পরিচালনায় অনেক পিছিয়ে গেছি। তবে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন বাস্তবায়নে গত ১৪ বছর একের-পর এক উন্নয়ন করে চলেছেন। আমরা এখন উন্নত দেশের কাতারে পৌঁছে গেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শে আদর্শিত হতে চাই।
এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবুল ইসলাম ।
উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলফুর রামান,মনিগ্রাম ইউপি চেয়ারশ্যান সাইফুল ইসলাম, বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, পল্লী বিদ্যাৎ এর ডিজিএম সুবীর কুমার , আ’লীগ নেতা সাহাদত আলী, কালিদাস খালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিরমল কুমার ও বাঘা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী সহ তিন প্রতিষ্ঠানে শিক্ষার্থী বৃন্দ।
সানশাইন/সোহরাব