গোদাগাড়ীর ৪ হত্যা মামলার অন্যতম আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে চার কৃষক হত্যা মামলার আসামী জালাল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জালাল ওই হত্যার মূল পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম। এর আগেও ওই জমি নিয়ে বিরোধের মারামারিতে জড়িত এবং আগের একটি মামলার আসামী জালাল।
রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ জুন উপজেলার পাকড়ী ইউনিয়নের মুশড়াপাড়া এলাকায় মারামারিতে চার জনের মৃত্যু হয়। এর পর মূলহোতা আশিকুর রহমান চাঁদসহ ২১ জনের নাম উল্লেখ ও ৫০ জন অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়। আগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পরই বাকিরা গা ঢাকা দেয়। জালাল তার এক বোনের বাসায় আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে জালাল মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান অব্যহত আছে।


প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩ | সময়: ৬:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ