মঙ্গলবার, ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: রানা (৭)। উচ্চতা আনুমানিক তিন ফুট ৮ ইঞ্চি। গায়ের রং-ফর্সা। মুখমন্ডল গোলাকার। চলতি বছরের গত ১২ ফেব্রুয়ারীতে নগরীর ভদ্রার মোড়ে শিশুটি ঘুরে বেড়াচ্ছিল। নাম ঠিকানা বলতে না পারায় মুক্তার হোসেন নামের একব্যক্তি তাকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে দেয়। এরপর বোয়ালিয়া মডেল থানায় একটি জিডি করা হয়।
বর্তমানে শিশুটি নগরীর উপশহরে অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। পুলিশ তার পরিবারের সন্ধান চায়। যোগাযোগ: ডিউটি অফিসার, বোয়ালিয়া মডেল থানা। মোবা-০১৩২০০৬১৫০৬।