শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে তামিম নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডে চকিরপাড়া মহল্লায় এঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ওই মহল্লার রানার ছেলে দেড় বছর বয়সী শিশু পুত্র তামিম সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশে থাকা বড় পুকুর নামক একটি পুকুরের পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি শুরু করেন। এরপর বাড়ির পাশেপুকুরে দেখেন তামিম পানিতে ভাসছে। তখন তার মা ও ফুফু তামিমকে পুকুর থেকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দেড় বছরের শিশু পুত্র তামিমের আকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।