রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি:
আত্রাই প্রেস ক্লাব এর উদ্যোগে আত্রাইয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম দ্বয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পাতিবার (১০ আগস্ট) বিকেলে আত্রাই প্রেসক্লাব কার্যালয়ে ক্লাব সভাপতি তপন কুমার সরকার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধণা অনুষ্ঠানে ক্লাব সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, প্রেসক্লাব সহসভাপতি রুহুল আমীন, আব্দুর রহমান রিজভী, আল আমিন মিলন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন, নির্বহিী সদস্য নাজমুল হোসেন সেন্টু, সদস্য সাবেদ আলী, হারুন অর রশিদ, খালেদ বিন ফিরোজ, খালেক হোসেন, রফিকুজ্জামান মানিক প্রমুখ বক্তব্য রাখেন।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম বলেন, তাঁর কর্ম কালীন ২ বছর ৬ মাস সময়ে সর্বক্ষেত্রে আত্রাই প্রেস ক্লাবসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা পেয়েছেন। তিনি আরও বলেন, বাহিরে থেকে আত্রাই সম্পর্কে যা জেনে এসেছিলাম তা ছিলো সম্পন্ন ভুল। প্রকৃতপক্ষে আত্রাইয়ের মানুষ অতি সহজ সরল ও সাধারণ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসাবে আত্রাই উপজেলা বাসীকে সেবা দিতে এসেছি। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
সানশাইন/সোহরাব