সর্বশেষ সংবাদ :

সড়ক দুর্ঘটনায় সান্তাহার পৌরসভা কর্মচারী নিহত

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার কর্মচারী আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আব্দুল কুদ্দুস উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামের মৃত ফয়েজ আলী সাখিদারের ছেলে ও সাবেক মহিলা মেম্বার কাকলীর স্বামী। তিনি দীর্ঘদিন ধরে সান্তাহার পৌরসভার কর সংগ্রহক পদে কর্মরত ছিলেন।
জানা যায়, বুধবার রাতে সান্তাহার-নওগাঁ সড়কে মল্লিকা ইন হোটেল সংলগ্ন এলাকায় ট্রাক্টরের সঙ্গে সান্তাহার পৌরসভার কর্মচারী আব্দুল কুদ্দুসের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কুদ্দুস আমার পৌরসভার কর্মচারী। তার মৃত্যুতে আমারা শোকাহত।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩ | সময়: ৫:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ