বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : আগামীকাল মঙ্গলবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
রাজশাহী জেলা প্রশাসন সূূত্র জানায়, ওই দিন সকাল দশটায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। সাড়ে দশটায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’ শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে অসহায়/অসচ্ছল মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হবে।
দিনটি উপলক্ষ্যে বাদ যোহর মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামত সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দিবসটি পালনে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগও পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।