সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: ভারতের হয়ে সবশেষ ২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছিলেন রোহিত শর্মা। অনেকে তার এবং বিরাট কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। তারা দুজন নিয়মিত খেলছেন ওয়ানডে এবং টেস্ট। অনেকে ধরে নিয়েছেন শিগগিরই হয়তো রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলবেন। কিন্তু না, রোববার তিনি অবসর নেওয়া দূরের কথা আশা প্রকাশ করেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।
মার্কিন যুক্তরাষ্ট্রে এক প্রোগ্রামে রোহিত বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে আসা এবং উপভোগ করা ছাড়াও আরও একটি কারণ রয়েছে এখানে আসার। কারণ, আপনারা জানেন আরও একটি বিশ্বকাপ আসন্ন। ২০২৪ সালের জুনে বিশ্বের এই প্রান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আমি নিশ্চিত এটা নিয়ে সবাই বেশ উচ্ছ্বসিত। আমরাও এই বিশ্বকাপের দিকে চেয়ে আছি।’ সবশেষ আইপিএলে টি-টোয়েন্টি খেলেছিলেন রোহিত। সেখানে অবশ্য খুব বেশি ভালো করতে পারেননি। ১৬ ম্যাচ খেলে রান করেন ৩৩২টি। হাফ সেঞ্চুরি ছিল মাত্র ২টি।