মুন্সিগঞ্জে ট্রলার ডুবিতে ৬ জনের লাশ উদ্ধার

সানশাইন ডেস্ক : মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৪৭ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত এক নারী ও দুই শিশুসহ ৬ মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, পারিবারিক একটি পিকনিকে সিরাজদিখান উপজেলার লুতব্দি ও লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার মোট ৪৭ জন পদ্মা নদীতে ঘুরতে যান। ফেরার পথে রাত ৮টার দিকে লৌহজং উপজেলার তালতলা ডহরি খালের রসকাটি নামক স্থানে একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে প্রায় ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানান।
নিখোঁজদের উদ্ধারে লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা কাজ করছেন।
টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নূরে আলম বলেন, আমাদের হাসপাতালে মৃত অবস্থায় দুইটি বাচ্চার মরদেহ আনা হয়। একজনের বয়স আট বছর নাম রায়হান। অপরজনের বয়স পাঁচ মাস।
এদিকে স্থানীয় খিদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম বলেন, ঘটনাস্থলে এক নারীর মরদেহ রয়েছে। তিনি তিন সন্তানের জননী বলে জানা গেছে।


প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩ | সময়: ৬:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ