শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিবেদক:
রাজশাহীর বাগমারায় ব্যক্তিগত শত্রুতা মেটাতে এক কৃষকের দেড়শ’ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের আবদুর রাকিবের ছেলে আলমগীর হোসেন সম্প্র্রতি একই গ্রামের সিরাজুল ইসলামের ২৬ শতক জমি কণ্ট্রাক নিয়ে ওই জমির ওপর তিনি তিন শতাধিক পেঁপেগাছ রোপণ করেন। গত এক মাস আগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুড়িগ্রাম জেলা থেকে টপ লেডি নামের উন্নত জাতের পেঁপে চারা সংগ্রহ করেন। অনেক যত্ন, রক্ষনাবেক্ষন ও পরিচর্যার পর তার নার্সারীর চারা গাছগুলো সবে মাত্র বড় হতে শুরু করেছে। আর কিছু দিন পরেই পেঁপে গাছে পেঁপে ধরতে শুরু করবে। ইতি মধ্যে কিছু গাছে ফুল আসতে শুরু করেছে। ওই সব পেঁপে বিক্রি করে নগদ টাকা হাতে পাওয়া যাবে।
এ আশাতেই বুক বেঁধেছিলেন কৃষক আলমগীর। কিš‘ তার সে আশা এখন শুধুই হতাশা আর গুঁড়ে বালিতে পরিনত হলো। গত বৃহস্পতিবার গভীর রাতের আধারে শত্রুতা করে কে বা কারা তার প্রায় দেড়শ’ পেঁপেগাছ কেটে ফেলে। এতে প্রায় দুই লক্ষ্যাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে কৃষক আলমগীর জানান। গ্রামের ভিডিপি সদস্য দেলসাদ হোসেন ও জনৈক হাবিবুর রহমান জানান, এটা একটি দুঃখজনক ঘটনা। সকালে অন্য লোকদের সংগে আমরা ওই বাগানে গিয়ে দেখি তরতাজা পেঁপেগাছ কেটে ফেলা। এতে অন্যদের মত আমরাও হতভম্ব হয়ে পড়েছি। পূর্ব শক্রুতার জের ধরে দৃর্বত্তরা এ কাজ করেছে বলে তারা জানান। তবে এ ব্যাপারে কৃষক আলমগীর কাউকেও সন্দেহ করতে পারছেন না। তার সাথে কারো তেমন কোন রকম দ্বন্দ ছিলো না। ফলে তিনি থানায় কোন অভিযোগ করবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।
সানশাইন/সোহরাব