সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
তানোর প্রতিনিধি :
রাজশাজীর তানোরে সমম্বিত পানি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট)সকালে তানোর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা বিল্লাহ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
এতে বিশেষ অতিথি ছিলেন- তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার প্রমুখ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে ভূর্গভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-পরিস্থ পানির ব্যবহার বাড়ানোর জন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোসহ সরকারি দপ্তরগুলোকে উদ্দ্যোগী হওয়ার অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তানোর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ ও পৌরসভার প্রতিনিধিগনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্মাগণ।
সানশাইন/সোহরাব