গণেশ মূর্তিসহ ৪ জন আটক

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় মূর্তিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত মূর্তিটি স্বর্ণের নাকি পিতলের এই নিয়ে এলাকার লোজকজনের মাঝে চলছে নানা গুনজন।
বুধবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পুঠিয়া ধোপাপাড়া বাজার এলাকায় অভিযান চালায় থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে বাগমারা উপজেলার তাহেরপুর ভাবনপুর এলাকার টনি খাঁ (৩০), একই এলাকার স্বাধীন (৩৪), পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া এলাকার রুমন (২৬) ও চিতলপুকুর এলাকার সুজন আলী (৩০)।

 

থানার উপপরির্দশক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে গতরাতে ধোপাপাড়া এলাকায় থানা পুলিশ অভিযান চালায়। এ সময় তাদের তল্লাসি চালিয়ে একটি গণেশ মূর্তি উদ্ধার করা হয়।

 

 

এ ব্যাপারে থানার পুলিশ পরির্দশক তদন্ত রফিকুল ইসলাম বলেন, জব্দকৃত মূর্তিটি স্বর্ণের নয়। তিনি বলেন, মূর্তিটি স্থানীয় কয়েকজন স্বর্ণকারের মাধ্যমে পরিক্ষা-নিরিক্ষা করানো হয়। স্বর্ণকাররা জানিয়েছেন মূর্তিটি পিতলের। আর এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩ | সময়: ১০:২৩ অপরাহ্ণ | Daily Sunshine