সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ডে টিকরামপুর আদর্শ মোড় হতে স্কুলপাড়া ,চকপাড়া, চরমোহনপুর মোড়, নামোপাড়াপর্যন্ত পুরো ১২নং ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে ‘গনসংযোগ ও পথ সভা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকেলে তিনি এসব এলাকায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে গণসংযোগ ও পথসভা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, সাবেক ছাত্রনেতা আব্দুল জাব্বার , জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আবু হাসনাত সুমন, মোঃ জয়নাল হাজি, মজিবুর রহমান,এডভোকেট আব্দুল বাঁশির,মোঃ আতিকুর রহমান, সহ-সভাপতি, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ, হোসেন আলী, মোঃ সনি, মোঃ সুমন আলী, সাগর আহমেদ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীবৃন্দ।
সানশাইন/সোহরাব