সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে খাদ্যমন্ত্রীকে সংবর্ধনা প্রদান

নিয়ামতপুর প্রতিনিধিঃ
“খাদ্য মন্ত্রণালয়ে জনপ্রশাসন পদক প্রাপ্তিতে” নওগাঁর নিয়ামতপুরে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার(০২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম খাদ্যমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, হাজী নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দন নগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোত্তালেব হোসেন বাবর, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন প্রমূখ।

সানশাইন/সোহরাব

 

 


প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩ | সময়: ৭:৩১ অপরাহ্ণ | Daily Sunshine