সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছে দেড়শত বছরের প্রাচীন সংগঠন রাজশাহী এসোসিয়েশন। বুধবার সন্ধ্যায় রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা’র সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মানব সভ্যতার শুরু থেকেই আইনের প্রয়োজনীয়তা ছিল; বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। মানবজীবনে সুশৃঙ্খলভাবে সমাজে বসবাসের জন্য এবং দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য আইনের প্রয়োজনীয়তা অপরিসীম। এক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে অপরাধ বহুমাত্রিক। নতুন নতুন অপরাধ, অপরাধ দমন এবং অপরাধ দমনে আইন প্রনয়ণ, আইন নিয়ে উচ্চতর গবেষণা ইত্যাদির জন্যে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় আইন বিশ্ববিদ্যালয় স্থাপন সময়ের দাবি মাত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবতা উপলব্ধি করে আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের মহতী উদ্যোগ গ্ৰহণ করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞচিত্তে তাঁকে সাধুবাদ ও অভিনন্দন জানাই। শিক্ষা নগরী ও শান্তির শহর রাজশাহী, আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্যে উপযুক্ত। প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগ আইন বিশ্ববিদ্যালয় রাজশাহীতে বাস্তবায়িত হলে দেশের উন্নয়ন ও উচ্চ শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখবে।


প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩ | সময়: ৫:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ