সর্বশেষ সংবাদ :

রাণীনগরে বঙ্গবন্ধুর ম্যুরালে মুক্তিযোদ্ধা নওশের আলীর শ্রদ্ধা

রাণীনগর প্রতিনিধি:
শোকের মাসের প্রথম দিনে নওগাঁর রাণীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী।

মঙ্গলবার সকাল ৯টার দিকে রাণীনগর উপজেলা পরিষদ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

 

 

 

 

 

এরপর তিনি ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর দোয়া ও মোনাজাত করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নওশের আলী রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের খাজুরিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এ সময় নওশের আলী ১৫ই আগষ্ট শোকাবহ মাসের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম রহিমুল বাশার বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শরিফ, সাবেক সদস্য মিরাজ শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পিন্টু হোসেন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা আল্লামা ইকবাল ইংরেজ, বতর্মান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মাহমুদ, শামীম রহমান ও উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক রোকুনুজ্জামান রাব্বীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: আগস্ট ১, ২০২৩ | সময়: ৪:৪০ অপরাহ্ণ | Daily Sunshine