শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগ শুরু হয়েছে। শনিবার বিকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ লীগের উদ্বোধন করা হয়।
রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. মোস্তাক হোসনে, বিভাগীয় ক্রড়া সংস্থার যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার। উদ্বোধনী ম্যাচে হরিয়ান ফুটবল একাদশ ও বাঘা ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন।