মঙ্গলবার, ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্পোর্টস রিপোর্টার: রাজশাহী জেলা জিমনেসিয়ামে গতকাল প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগের দু’টি খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় মেট্রোপলিটন ক্লাব ৬০-৩৭ পয়েণ্টের ব্যবধানে টাউন ক্লাবকে ও দিনের অন্য খেলায় রেইনবো ক্লাব ৯৮-২৯ পয়েণ্টের ব্যবধানে উপশহর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। আজ রেইনবো ক্লাব মেট্রোপলিটন ক্লাবের এবং আলতাফ স্মৃতি সংঘ টাউন ক্লাবের মোকাবেলা করবে।