মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাবি অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ও ড. তাহেরের কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের দেয়া জবানবন্দী থেকে জানা যায়, হত্যায় অংশ নিতে তাকে কম্পিউটার কিনে দেয়া ও বিশ^বিদ্যালয়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দলে ভেড়ান ড. মহিউদ্দিন। আদালতে দেয়া স্বীকারোক্তিতে কেয়ারটেকার জাহাঙ্গীর বলেছিলেন, ‘মহিউদ্দিন স্যার কম্পিউটার ও চাকরির লোভ দেখিয়ে ছিলো বলেই আমি ড. তাহের স্যারকে হত্যা করেছি। আমি গরিব মানুষ। কম্পিউটার কেনার পয়সা আমার বাবার নেই। কম্পিউটারের লোভে আমি স্যারকে খুন করেছি।’
হত্যাকাণ্ড সংঘটিত হবার পর ড. তাহেরের বাসায় জাহাঙ্গীরকে কম্পিউটার ও চাকরি দেয়ার আশ^াস দেন ড. মহিউদ্দিন। স্বীকারোক্তিতে জানা যায়, হত্যা অংশ নেয়া জাহাঙ্গীরের ভাই আব্দুস সালাম ও তাদের আত্মীয় নাজমুলকেও প্রলোভন দেখিয়ে দলে ভেড়ান ড. মহিউদ্দিন। ম্যানহোলে লাশ ফেলার আগে জাহাঙ্গীরকে আশ^স্ত করে মহিউদ্দিন বলেন, ‘কিছু চিন্তা করিস না। যা হবার হয়ে গেছে। মুখ খুলিস না। কম্পিউটার আর চাকরি হয়ে যাবে।’