রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় দুইজন মারা গেছেন। তারা দুজনই রাজশাহীতে অবস্থান করছিলেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৭১ জন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ৮৯ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ১১ হাজার ১৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৪৫৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৪৫৩টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ব্যক্তি দুইজনই নারী এবং তার বয়স ছিল ২১ থেকে ৫০ বছরের মধ্যে। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৭১ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৪ হাজার ২৪০ জন।