মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: সদ্য সমাপ্ত অর্থ বছরে (২০২২-২৩) দেশের ২য় রেলওয়ে স্থলবন্দর রহনপুর থেকে পন্য পরিবহন করে ৩০ কোটি ২৯ লক্ষ ৮৪ হাজার ৯শ ২১ টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে।বাংলাদেশের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রুট দিয়ে বাংলাদেশ-ভারত-নেপাল পন্য পরিবহন হয়ে থাকে। বর্তমানে এ রুট দিয়ে খৈল, ভুট্টা, পাথর ও সিমেন্ট তৈরির ছাই আমদানি হয়ে থাকে। এছাড়া সরকারি পর্যায়ে এ রুট দিয়ে খাদ্যশষ্য আমদানি ও বাংলাদেশ থেকে নেপালে সার রপ্তানি হয়েছে। ১৯৯০ সালে চালু হওয়া এ রেলওয়ে স্থলবন্দর থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করলে এর অবকাঠামোগত উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহন করেনি। তবে এখানে পূর্ণাঙ্গ রেলওয়ে স্থলবন্দর স্থাপনে এলাকাবাসী দীর্ঘদিন যাবত আন্দোলন চালিয়ে আসছে। এছাড়া,ইন্জিন ও ইয়ার্ড সংকটের কারণে ভারত থেকে একাধিক র্যাকও নিতে পরছেনা রেলওয়ে। এ রেলওয়ে স্থলবন্দরে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা চালুসহ রেললাইন ও ইঞ্জিন সংকট দূর করার দাবী জানিয়েছেন আমদানিকারকরা।