বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং এর প্রতিশ্রুতি নিয়ে নওগাঁর বদলগাছী শাখা’র সোনালী ব্যাংক পিএলসি’র এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বদলগাছী শাখা’র সোনালী ব্যাংক পিএলসি’র আয়োজনে ব্যাংকের নিচতলায় এটিএম বুথের উদ্বোধন করা হয়।
সোনালী ব্যাংক পিএলসি, বদলগাছী শাখা’র ম্যানেজার এস.এম. রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.আলপনা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি, নওগাঁ প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আহসান রেজা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মিজানুর রহমান। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা’সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সানশাইন / শামি