রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নুরুজ্জামান, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাতেমা খাতুন লতা কলস প্রতীক নিয়ে ১১ হাজার ১৫৫ ভোট পেয়ে বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অপর একজন আওয়ামী সমর্থক রিনা খাতুন। তার প্রতীক ছিলো ফুটবল। তিনি ভোট পেয়েছেন ৮ হাজার ৫০১। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তবে ভোটারদের উপস্থিত ছিল খুবই কম।
সরেজমিন সকাল থেকে উপজেলার ৫৯টি কেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্র ঘুরে লক্ষ করা গেছে সকালে নারী ভোটারদের সামান্য উপস্থিতি। এরপর বেলা ১২টা থেকে পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে উল্লেখযোগ্য দু’একটি কেন্দ্র ছোড়া সকল কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিলো অনেক কম।
স্থানীয় ভোটার ও সাধারণ লোকজনের সাথে কথা বললে তারা বলেন, মাত্র ৯ মাস মেয়াদি এই ভোট। এ কারণে এবার প্রার্থীদের মাইকিং এর বাইরে বিশেষ করে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিলের প্রচার প্রচারণা খুবই কম ছিল। তারা বলেন, ফাতেমা খাতুন লতা মহিলা আওয়ামী লীগের উপজেলা সভাপতি হওয়ার কারণে তার পক্ষে মহিলা আওয়ামী লীগের নারীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে।
এ কারণে তিনি বিজয়ের বিষয়ে অনেকটায় আশাবাদি ছিলেন। তার প্রাপ্ত ভোট ১১ হাজার ১৫৫। পক্ষান্তরে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিনা খাতুন পেয়েছেন ৮ হাজার ৫০১ ভোট। এদিক থেকে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৪ ভোট।
রাজশাহী জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার ফাতেমা খাতুন সোববার রাতে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করে বিজয়ী প্রার্থীর হাতে ফলাফল তুলেদেন।
এ সময় তারা বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকলের সহয়োগিতায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। তারা জানান এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৩৭ জন। এদিক থেকে নতুন ভোটার বেড়েছে ১৮ হাজার ৬৪ জন। এখানে ৫৯টি কেন্দ্র ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
এ ভোট চলাকালিন একাধিক ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ বিজিবি ও আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছেন। আমরা সকল দায়িত্ব পালনকারীদের প্রতি কৃতজ্ঞ।
এই ফলাফল ঘোষণার পূর্বে দুজন প্রার্থী এবং তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সান্ত্বনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা সহকারী কমিশনার ভুমি জুয়েল আহাম্মেদ ও বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল করিম।