রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক একজন আম উদ্যোক্তার রপ্তানীযোগ্য আম আম উৎপাদন প্রকল্প পরিদর্শণ ও কৃষকদের সাথে মতবিনিময় করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপতরের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামে আম বাগান উদ্যোক্তা রফিকুলের ৩শ’ বিঘা বিভিন্ন জাতের উৎপাদিত আম বাগান পরিদর্শণ শেষে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, এ অঞ্চলে আম ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
চাঁপাইনবাবগঞ্জের আম বিদেশে রপ্তানী করে বৈদেশিক মূদ্রা অর্জন করে এ অঞ্চলের মানুষকে এগিয়ে আসতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ ও রপ্তানীযোগ্য আম উৎপাদনকারী ফার্মী এগ্রোর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের গবেষণা অনু বিভাগের যুগ্ম-সচিব রেহেনা ইয়সমিন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ শাহজাহান কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা অওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমীন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) বুলবুল আহম্মেদ, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ্ অকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর প্রমূখ।