মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে আদিবাসী নারী পরিষদ গঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ডাকবাংলো চত্তরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ফজলে রাব্বী বকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, আদিবাসী নেতা আমিন কুজুর, দীপঙ্কর লাকড়া, মহেশ্বর পাহান, অলক উড়াও। সমাবেশে শ্রীমতি নীতি মুন্ডাকে সভাপতি, অঞ্জলী খালকোকে সাধারণ সম্পাদক ও কিরণ রাণী উড়াওকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আদিবাসী নারী পরিষদ গঠন করা হয়।
সানশাইন/সোহরাব