শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ২০২২-২৩ অর্থবছরের সার্বিক কর্মকান্ডের মূল্যায়ন এবং ২০২৩-২৪ অর্থবছরের জন্য ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ব্যাংকের সকল জোনাল ব্যবস্থাপকগণের সাথে পারফরমেন্স মূল্যায়ন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব রইছউল আলম মন্ডল। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম, রংপুর বিভাগের মহাব্যবস্থাপক বাবর আলী, প্রধান কার্যালয়ের সকল উপ-মহাব্যবস্থাপক, সচিব, বিভাগীয় প্রধান, ইউনিট প্রধান, সেল প্রধান; প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ; এসইসিইপি-এর প্রকল্প পরিচালক; রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; ব্যাংকের ১৮টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা; ঢাকা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপ (উপ-মহাব্যবস্থাপকের দায়িত্বে) এবং রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিলন্ডারিং, টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রিভেনশন এন্ড ব্রাঞ্চেস কন্ট্রোল ডিপার্টমেন্ট এর উপ-মহাব্যস্থাপক মুহা. হাফিজুল ইসলাম।
২০২২-২৩ অর্থবছরে নীট লোকসান ২৭২ দশধমকি ৬৪ কোটি টাকা হতে ৫৪ দশমিক ৪৬ কোটি টাকা কমিয়ে ২১৮ দশমিক ১৮ কোটি টাকায় নামিয়ে আনায় এবং গত অর্থবছরের পরিচালন মুনাফা ২৭ দশমিক ৮৩ কোটি টাকা বৃদ্ধি করে ৭২ দশমিক ৬৫ কোটি টাকা মুনাফা অর্জন করতে সক্ষম হওয়ায় ব্যাংকের চেয়ারম্যান রইছউল আলম মন্ডল ও ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ সকল কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান।
চেয়ারম্যান ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতার সাথে এবং সমন্বিতভাবে ব্যাংকের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে বলেন। তিনি ঋণ আদায় ও কম সুদবাহী আমানত সংগ্রহের পাশাপাশি গুণগত মানসম্পন্ন ঋণ প্রদানের আহ্বান জানান। বিশেষ করে সিএসমএমই খাতে ঋণ বিতরণে সর্বাধিক গুরুত্ব দেয়ার পরামর্শ দেন।
ব্যবস্থাপনা পরিচালক বিগত অর্থবছরের লাভজনকতার ধারা বজায় রেখে চলতি ২০২৩-২৪ অর্থবছরে সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনপূর্বক নীট মুনাফা অর্জনে সকলকে আরও বেশী উদ্যোগী ও কঠোর পরিশ্রম করার নিদের্শনা প্রদান করেন। তিনি আধুনিক ব্যাংকিং সেবা দানের মাধ্যমে রাকাবকে ব্যাংকিং খাতে একটি মডেল ব্যাংক হিসেবে তুলে ধরার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে ২০২১-২২ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়।