বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১২ই আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণের মাটি খুঁড়তে গিয়ে দুটি একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বে দিকের মাটি খুঁড়তে গিয়ে এসব বন্দুক উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বে দিকের সীমানা প্রাচীর হেলে পড়ায় নতুনভাবে সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন চার থেকে পাঁচজন শ্রমিক। এ সময় মাটি খুঁড়তেই বেরিয়ে আসে দুটি একনালা বন্দুক।
তাৎক্ষণিক শ্রমিকরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান শিবগঞ্জ থানা পুলিশে বিষয়টি অবহিত করলে পরিত্যক্ত অবস্থায় দুটি বন্দুক উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে দুপুরে আড়াইটার দিকে হাসপাতাল থেকে দুটি একনালা বন্দুক উদ্ধার করে থানায় আনা হয়। ধারণা করা হচ্ছে, এসব বন্দুক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।